Published in: Prothom Alo
Date: 23 Dec 2020
করোনাভাইরাসের নতুন ধরনের (স্ট্রেইন) সংক্রমণ ভারতে নেই বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। যুক্তরাজ্যে সেপ্টেম্বর মাসে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রাথমিকভাবে বলা যায়, নতুন ধরনটি কমপক্ষে ৭০ শতাংশ বেশি ছোঁয়াচে।
করোনার নতুন এই ধরনের সংক্রমণে বিশ্বে উদ্বেগ বেড়েছে। যুক্তরাজ্যে নতুন ধরনে সংক্রমিত রোগী বাড়ছে। ইউরোপের অনেক দেশই যুক্তরাজ্য ভ্রমণে বিধিনিষেধ জারি করেছে। নতুন ধরন ঠেকাতে টিকা কতটা কার্যকর হবে, তা নিয়েও উদ্বেগ ছড়িয়েছে। তবে গবেষকেরা প্রাথমিকভাবে বলছেন, করোনার নতুন ধরন প্রতিরোধেও টিকা কার্যকর।
এনডিটিভির খবরে জানা যায়, গতকাল মঙ্গলবার সরকারের নীতি আয়োগের সদস্য ভিকে পারুল বলেছেন, যুক্তরাজ্যে করোনার নতুন ধরনের যে সংক্রমণ ছড়িয়েছে তা ভারতে শনাক্ত হয়নি। ভারতে টিকা উদ্ভাবনের যে কাজ চলছে, তাতে করোনার নতুন ধরনের কোনো প্রভাব পড়বে না। তিনি আরও বলেন, ভারতের টিকা বিশ্বের অন্য দেশেও সহজলভ্য হবে।
যুক্তরাজ্যের সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচলে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে ভারতও। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে।
যুক্তরাজ্য থেকে ভারতে আসা সব যাত্রীদের জন্য আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। করোনা শনাক্ত হলে তাদের সংস্পর্শে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে।
গতকাল রাতে লন্ডন থেকে আসা দুটি ফ্লাইটের আটজন যাত্রীর করোনা শনাক্ত হয়েছে।
ভারতে এ পর্যন্ত করোনাভাইরাসে এক কোটির বেশি মানুষ শনাক্ত হয়েছেন। গত সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেন, করোনাভাইরাসের নতুন ধরন অন্য দেশেও থাকতে পারে। নতুন ধরনে জিনগত ক্ষেত্রে ১৭ ধরনের পরিবর্তন লক্ষ করা গেছে। ইতালি, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও নেদারল্যান্ডসে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ শনাক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকাতেও নতুন ধরনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
স্বামীনাথন এনডিটিভিকে বলেন, যুক্তরাজ্যে ভাইরাসের জিনোম সিকোয়েন্স নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। এ কারণে সঠিক সময়ে করোনার নতুন ধরনটি শনাক্ত করা গেছে। তাঁর সন্দেহ অন্য দেশগুলো জিনোম সিকোয়েন্স নিয়ে গবেষণা চালালে করোনার এ রকম নতুন ধরন শনাক্ত হবে। হয়তো অন্য দেশে নতুন এ রকম ধরনের সংক্রমণ এর মধ্যেই ছড়িয়েছে।
গত সোমবার ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার প্রধান জানান, ফাইজারের টিকা করোনার নতুন ধরন প্রতিরোধ করতে কার্যকর। রাশিয়ার স্পুতনিক ভি টিকার প্রস্তুতকারকেরাও জানায়, তাদের টিকা করোনার নতুন ধরন প্রতিরোধে উচ্চমাত্রায় কার্যকর।
গত সপ্তাহে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে আতঙ্কিত না হতে মানুষকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সরকার সতর্ক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
Source:
https://www.prothomalo.com/world/india/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9B%E0%A7%9C%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%A7%E0%A6%B0%E0%A6%A8