Published in: Prothom Alo
Date: 19 Dec 2020
একদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব, অন্যদিকে প্রবল তুষারপাতে নিউইয়র্কের জনজীবন বিপর্যস্ত। করোনা আতঙ্কের মধ্যে নিউইয়র্কের ১৬ ও ১৭ ডিসেম্বর—এই দুই দিনে রেকর্ডসংখ্যক তুষারপাত হয়েছে।
মৌসুমি তুষার ঝড়ে লন্ডভন্ড হচ্ছে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চল। চিকন হুইসিলের মতো শব্দে ৪০-৫০ মাইল বেগে ঝড় বয়ে যাচ্ছে ১৬ ডিসেম্বর দুপুর থেকে। পূর্বাভাসে উল্লিখিত সময়ের আগেই নিউইয়র্ক ও আশপাশের রাজ্যগুলোতে শুরু হয়েছে তুষারপাত। পূর্বাভাস থাকায়, নগরে যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম থাকলেও অসংখ্য দুর্ঘটনা ঘটছে। একটি গাড়ি অন্যটিকে ধাক্কা দিয়েছে। সেটি পিছলে আরেক গাড়িতে আঘাত করছে। এভাবে একেক দুর্ঘটনায় পড়ছে কয়েকটি গাড়ি। ম্যানহাটন ও ব্রঙ্কসের সংযোগ সেতুর ওপরে এবং ব্রঙ্কসে এমন দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। অবশ্য এরা সবাই আশঙ্কামুক্ত।
এদিকে কয়েক ঘণ্টা আগে পেনসিলভানিয়ার ক্লিনটন কাউন্টি এলাকায় রুট-৮০–তে এ রকম এক দুর্ঘটনায় পড়েছে কয়েক ডজন গাড়ি। ওই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাতাসের গতি, তুষারের তাণ্ডব আর ক্ষয়ক্ষতি দেখে নিউইয়র্ক, ফিলাডেলফিয়াসহ পূর্ব উপকূলীয় নগরগুলোতে বয়ে যাওয়া দুই দিনের তুষারপাতকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারপাত হিসেবে দেখা হচ্ছে।
এদিকে করোনাভাইরাসে মৃত্যুপুরী হয়ে ওঠা নিউইয়র্ক নগর আবারও লকডাউনের দিকে যাচ্ছে বলে মেয়র ডি ব্লাজিও ইঙ্গিত দিয়েছেন। এ সপ্তাহে এক সংবাদ সম্মেলনে তিনি শাটডাউনের জন্য নগরবাসীকে প্রস্তুত থাকার পরামর্শ দেন।
মেয়র বিল ডি ব্লাজিও বলেন, করোনা মোকাবিলায় বিধিনিষেধ ‘খুব শিগগিরই’ বলবৎ করা উচিত এবং নগরবাসীকে এখনই প্রস্তুত করা উচিত। সংবাদ সম্মেলনে মেয়র আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
মেয়র হুঁশিয়ার করে বলেন, ভ্যাকসিন পুরোপুরি কার্যকর হওয়া না পর্যন্ত কোভিড-১৯ যে হারে নগরের বিভিন্ন এলাকায় ছাড়িয়েছে, তা মোকাবিলায় কঠোর বিধি-নিষেধের প্রয়োজন হবে। ১২ ডিসেম্বর পর্যন্ত সাত দিনের গড়ের ভিত্তিতে নভেম্বর পর্যন্ত করোনাভাইরাস ৫ শতাংশের নিচে ছিল, যা এখন ৫ দশমিক ৫ শতাংশ ছাড়িয়েছে।
মেয়র বলেন, করোনার আগাম সতর্কতা ও মোকাবিলা করার জন্য সিটি প্রশাসন ও রাজ্যে প্রশাসন একসঙ্গে কাজ করছে। রাজ্যের গভর্নর শেষ পর্যন্ত নগর পুরোপুরি বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
নিউইয়র্ক নগরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ক্রমাগত বাড়ছে। নিউইয়র্ক নগরে ১৪ ডিসেম্বর থেকে ইনডোর ডাইনিংয়ে খাবার বন্ধের ওপর নতুন করে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। রেস্তোরাঁ ও বারগুলোতে এখনো বাইরে ডাইনিং, টেক আউট সরবরাহের অনুমতি বলবৎ আছে।
মেয়র বলেন, যাদের কর্মস্থলে গিয়ে কাজ করার প্রয়োজন নেই, তাদের জীবনের নিরাপত্তা কথা চিন্তা করে ঘরে বসে কাজ করা উচিত।
Source:
https://northamerica.prothomalo.com/new-york/%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%89%E0%A6%87%E0%A7%9F%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95