Published in: Prothom Alo
Date: 8 Dec 2020
সন্ধ্যার পর বাইরে রেস্তোরাঁয় খাওয়া বন্ধ করে দিচ্ছে হংকং। আজ মঙ্গলবার হংকংয়ের নেতা কেরি লাম বলেছেন, সন্ধ্যা ছয়টার পর শহরটিতে রেস্তোরাঁয় বসে খাওয়া নিষিদ্ধ করা হচ্ছে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লাম তাঁর সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ের বক্তব্যে বলেছেন, সরকার–গৃহীত সর্বশেষ বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য অতিরিক্ত ত্রাণের ব্যবস্থা নিয়ে কাজ করা হবে।
গতকাল সোমবার সেখানে নতুন করে ৭৮ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে মোট রোগী দাঁড়াল ৬ হাজার ৯৭৬ জনে।
হংকং করোনার বিস্তার ঠেকাতে কঠোর কর্মসূচি গ্রহণ করছে। এর মধ্যে রয়েছে সরকারি কর্মকর্তাদের বাড়ি বসে কাজ করার নির্দেশ, রেস্তোরাঁ সন্ধ্যার মধ্যে বন্ধ করা, শরীরচর্চা কেন্দ্র, সৌন্দর্য ও ম্যাসেজ পার্লারগুলো বন্ধ রাখার মতো আদেশ আছে।
সাপ্তাহিক নির্বাহী কাউন্সিল সভার আগে দেওয়া বক্তব্যে লাম বলেন, উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় করোনার বিস্তার রোধে করোনা পরীক্ষার জন্য বাড়িতে থাকার আইন জারি করা হতে পারে।
উল্লেখ্য হংকংয়ে সামাজিক দূরত্ব বাজায় রাখার জন্য যে নিয়ম জারি করা হয়েছিল, তার মেয়াদ আগামীকাল বুধবার শেষ হচ্ছে। এ সপ্তাহে আবার নতুন করে বিধিনিষেধ আসতে পারে বলে মনে করছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
দেশটিতে করোনা সংক্রমণের চতুর্থ ঢেউ চলছে। সেখানকার করোনার উৎস জানা যায়নি। হংকংয়ে করোনাভাইরাসে মারা গেছেন ১১২ জন।
Source:
https://www.prothomalo.com/world/asia/%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%81%E0%A7%9F-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%82%E0%A6%95%E0%A6%82