Published in: The Business Standard
Date: 10 Nov 2020
সম্প্রতি স্পেনের চিকিৎসকদের দ্বারা পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, প্রতি ২০০ জন করোনা আক্রান্তের মধ্যে শতকরা ৮০ ভাগের ক্ষেত্রেই সঙ্কটের কারণ হয়ে উঠেছে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি!
জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম-এ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। স্পেনের এক হাসপাতালে ভর্তি কোভিড ১৯-এ আক্রান্ত রোগীদের নিয়ে গবেষণাটি পরিচালিত হয়েছে।
গবেষকরা জানান, সাধারণত বয়স্ক রোগীদের ক্ষেত্রে বিশেষ করে যাদের শরীরে একাধিক রোগ আগে থেকেই আছে, তাদের এই ঝুঁকি বেশি।
ভিটামিন ডি শরীরে ক্যালসিয়ামের ঘনত্ব সঠিক পরিমাণে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ভিটামিন ডি এর অভাবে তাই হাড় দুর্বল হয়ে যায়, পাশাপাশি রক্তে ক্যালসিয়ামের ঘনত্ব কমে এলে শরীরের রোগপ্রতিরোধ কমে।
স্পেনের এই হাসপাতালে ভর্তি যে সব কোভিড ১৯-এ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ভিটামিন ডি এর ঘাটতি দেখা গিয়েছে শরীরে, তাদের ক্ষেত্রে সমস্যা গুরুতর আকার ধারণ করেছে। বাকি ২০ ভাগ রোগী, যাদের শরীরে ঘাটতি নেই, তারা কোভিড ১৯-এ আক্রান্ত হলেও তাদের নিয়ে দুশ্চিন্তার কারণ দেখা যায়নি বলে চিকিতসকরা জানান।
এই প্রসঙ্গে গবেষকরা লকডাউন পর্বের দিকে ইঙ্গিত করেছেন। তারা বলেছেন, সূর্যালোক হল এই ভিটামিনের প্রাকৃতিক উৎস। লকডাউন পর্বে অনেককেই ঘরে কাটাতে হয়েছে, তাই এই ভিটামিনের ঘাটতি দেখা দিয়েছে অনেকের ক্ষেত্রেই। অন্য দিকে, যারা এর মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, দিন কাটাচ্ছেন শয্যাশায়ী হয়ে, তাদের ক্ষেত্রেও সূর্যালোকের সংস্পর্শে আসার সুযোগ অনেক কম! তাই ঝুঁকি বেশি।
Source:
https://tbsnews.net/bangla/%E0%A6%85%E0%A6%AB%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F/%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%A1%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%B0-%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B6%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF