Published in: Prothom Alo
Date: 3 Jan 2020
যুক্তরাষ্ট্রে গতকাল শনিবার করোনাভাইরাসে সংক্রমণের রেকর্ড হয়েছে। এদিন ২ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। দেশটিতে এক দিনে এত মানুষ সংক্রমিত হওয়ার ঘটনা এটিই প্রথম। খবর সিএনএন ও এনডিটিভির।
বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪০ লাখের মতো লোক। আর মারা গেছেন প্রায় সাড়ে তিন লাখ মানুষ।
সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে সংক্রমণের ঘটনা বাড়ছে। খ্রিষ্টান সম্প্রদায়ের বড় দিনের উৎসবের কয়েক দিন পর দেশটির শীর্ষ বিজ্ঞানী অ্যান্থনি ফাউসি সতর্ক করে বলেছিলেন, করোনা সংক্রমণের সবচেয়ে খারাপ অবস্থা সম্ভবত এখনো দেখা যায়নি। বিদায়ী বছরের শেষ ও নববর্ষের শুরুতে ছুটি কাটাতে লোকজনের ভ্রমণ বেড়ে যাওয়ায় দেশে করোনা পরিস্থিতি এক সংকটজনক পর্যায়ের দিকে এগোচ্ছে।
টানা চার দিন ধরে হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তির ক্ষেত্রেও হয়েছে নতুন রেকর্ড। গত শুক্রবার এক দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৫ হাজারের বেশি করোনা রোগী।
এ ঘটনা এটিই মনে করিয়ে দিচ্ছে যে করোনা নিয়ে আতঙ্কের ২০২০ সাল পার করে এলেও নতুন বছরের শুরুতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। যুক্তরাষ্ট্রের কোনো কোনো অংশে এখনো এই মহামারি আগ্রাসী রূপে হানা দিচ্ছে। কেউ কেউ বলছেন, সামনে সবচেয়ে খারাপ সময় অপেক্ষা করছে।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গার্সেটি বলেন, ‘আমরা এখনো কঠিনতম ও ঘোর অন্ধকারাচ্ছন্ন দিনগুলোর দিকেই এগিয়ে চলেছি।’
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ৪২ লাখের বেশি মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। বিতরণ করা হয়েছে ১ কোটি ৩০ লাখ ডোজ। তবে ২০২০ সাল শেষ হওয়ার আগেই দুই কোটি মানুষকে টিকা দেওয়ার যে প্রতিশ্রুতি ট্রাম্প প্রশাসন দিয়েছিল, সেই প্রতিশ্রুতি লক্ষ্যমাত্রা অর্জন থেকে অনেক দূরেই রয়ে গেছে।
Source:
https://www.prothomalo.com/world/usa/%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4-%E0%A7%A8-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96-%E0%A7%AD%E0%A7%AD-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7