Published in: Prothom Alo
Date: 23 Nov 2020
মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও মডার্নার চেয়ে রাশিয়ার ‘স্পুটনিক-৫’ করোনা টিকার প্রতি ডোজের দাম অনেক কম পড়বে। স্পুটনিক-৫ টিকার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে গতকাল রোববার এমনটাই বলা হয়েছে। বার্তা সংস্থা এএনআই এই তথ্য জানিয়েছে।
স্পুটনিক-৫ টিকার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়, ফাইজারের প্রতি ডোজ টিকার দাম ১৯ দশমিক ৫০ মার্কিন ডলার ঘোষণা করা হয়েছে। মডার্নার প্রতি ডোজ করোনা টিকার দাম ২৫ থেকে ৩৭ মার্কিন ডলার। ফাইজার ও মডার্না উভয় টিকার দুটি করে ডোজ নিতে হবে। সে হিসাবে ফাইজারের টিকা নিতে খরচ হবে ৩৯ মার্কিন ডলার। মডার্নার টিকা নিতে খরচ হবে ২৫ থেকে ৭৪ মার্কিন ডলার। স্পুটনিক-৫ টিকারও দুটি ডোজ নিতে হবে। কিন্তু ফাইজার ও মডার্নার চেয়ে স্পুটনিক-৫ টিকার দাম অনেক কম পড়বে।
রাশিয়া এখন পর্যন্ত করোনার দুটি টিকা তৈরি করেছে। প্রথম টিকাটির নাম স্পুটনিক-৫। দ্বিতীয়টির নাম ‘এপিভ্যাককরোনা’।
গত আগস্টে রাশিয়া প্রথম টিকার অনুমোদন দেয়। বিশ্বের কোনো দেশে রাষ্ট্রীয় অনুমোদন পাওয়া প্রথম করোনার টিকা এটি। দেশটি করোনার দ্বিতীয় টিকার অনুমোদন দেয় অক্টোবরের মাঝামাঝি। রাশিয়া জানিয়েছে, তারা করোনার তৃতীয় টিকার শিগগির নিবন্ধন দেবে।
১১ নভেম্বর রাশিয়া দাবি করে, তাদের স্পুটনিক-৫ টিকা ৯২ শতাংশ কার্যকর।পরীক্ষার সব ধাপ পুরোপুরি অনুসরণ না করায় রাশিয়ার তৈরি করোনার টিকা নিয়ে পশ্চিমা গবেষকদের মধ্যে সন্দেহ আছে। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, রাশিয়ার তৈরি করোনাভাইরাসের সব কটি টিকাই কার্যকর। সব কটি টিকাই নিরাপদ। টিকা ব্যবহারের পর কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
সম্প্রতি মডার্না দাবি করে, তাদের টিকা ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর বলে পরীক্ষায় দেখা গেছে।
ফাইজার দাবি করে, তাদের টিকায় ৯৫ শতাংশ কার্যকারিতা দেখা গেছে।
Source:
https://www.prothomalo.com/world/europe/%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%81%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95-%E0%A7%AB-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%95%E0%A6%AE-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE